পরীমণি কাণ্ডে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগীর বিরুদ্ধে পর্নগ্রাফি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বনানী থানা পুলিশ শনিবার বিকেলে তাদের আদালতে উপস্থাপন করে।
এছাড়া নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে বনানী থানায় একটি মাদক মামলাও হয়েছে। মাদক মামলার রিমান্ড মঞ্জুর হয় বৃহস্পতিবার রাতে। আজ সেই রিমান্ড ফেরতের আদেশসহ নতুন হওয়া পর্নগ্রাফি মামলার রিমান্ড আবেদন বিষয়ে আসামীদের ম্যাজিস্ট্রেট সম্মুখে উপস্থাপন করেছে পুলিশ ।
জানা গেছে, এ আসামিদের বিরুদ্ধে বনানী থানার মাদক মামলার রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে এ মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) বনানী থানার পর্নোগ্রাফি মামলার এজাহার আদালতে পৌঁছায়। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করে মামলাটি তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
এর আগে, বুধবার (৪ আগস্ট) নায়িকা পরিমণীকে আটক করে র্যাবের একটি দল। পরে তার দেয়া তথ্যমতে। একইদিন দিবাগত রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে রাজকে আটক করে র্যাব। তখন তার বাসা থেকে মাদকদ্রব্য ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।