আমাদের সম্পর্কে


কেটিভি প্রতিদিন” – নতুন প্রজন্মের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া ভাবনা, সমাজকাঠামো, সমৃদ্ধ ইতিহাস আর বাংলাদেশের অভূতপূর্ব অগ্রযাত্রার ভিন্ন মাত্রার একটি গণমাধ্যম। কসমো মিডিয়া গ্রুপ- কসমো গ্রুপ লিমিটেডের একটি সমন্বিত উদ্যোগ।
“কেটিভি প্রতিদিন” সময়ের চেয়ে এগিয়ে থাকতে বদ্ধ পরিকর। তাইতো কেটিভি প্রতিদিন শুধু একটি নিউজ পোর্টাল নয়- এটি টেলিভিশনের চেয়েও বেশি কিছু। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তুনিষ্ঠ তাৎক্ষণিক সংবাদ উপস্থাপনের প্রক্রিয়ায় আমরা যুক্ত করেছি মাল্টিমিডিয়া। কেটিভিতে খবর পড়ুন, দেখুন ও শুনুন একসঙ্গে।
হাতের মুঠোয় সবখবর একসাথে পৌঁছে দিতে নতুন ধারার এই গণমাধ্যম আরো এগিয়ে। প্রতিদিনের, প্রতি মুহুর্তের দেশ-বিদেশের খবর পৌঁছে দেয়া ছাড়াও পাঠক ও দর্শকের চাহিদা মেটাতে বিশেষ খবর, ফিচার, জীবনধারা, শিক্ষা, চিকিৎসাসহ নৈমত্তিক জীবনযাপনের সাতকাহনকে সম্পৃক্ত করেছে কেটিভি প্রতিদিন। তথ্যপ্রযুক্তির যুগে সব বয়সের সব মানুষের জন্যই কেটিভি প্রতিদিন। নতুন প্রজন্মের তারুণ্যকেও সঙ্গে নিতে চাই আমরা।
প্রবাসী ও প্রবাস জীবন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সাফল্য,লাইফস্টাইল,বিনোদন, সাহিত্য, তারুণ্য থেকে কৃষিখাতসহ দেশের আনাচে কানাচের খবর জানতে ও জানাতে কেটিভি প্রতিদিন মাল্টিমিডিয়া। কেটিভি সত্যিকারের গণমাধ্যম- কেটিভি গণমানুষের। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা আমাদের পুঁজি। পাঠক-দর্শকদের সমর্থন আমাদের পাথেয়। আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। কেটিভি প্রতিদিন ক্রমশ যেন হয়ে ওঠে প্রতিটি মানুষের ‘আমার মিডিয়া’।
কসমো গ্রুপ দেশের আর্থ সামাজিক উন্নয়নে যেমন অবদান রাখছে- কসমো মিডিয়া গ্রুপও তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা বৃদ্ধি ও মানুষের কাছে বাছাইকৃত সেরা খবর পৌঁছে দিতে ভূমিকা রাখবে।