১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার হাটজারী মাদরাসায় দাফন সম্পুর্ন হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরীর। হেফাজতের চট্টগ্রাম মহানগরের সাবেক দফতর সম্পাদক আল্লামা মোহাম্মদ ইকবাল নিশ্চিত করেছেন এমন তথ্য। বাবুনগরীর জানাজার নামাজ হাটহাজারীর ডাক বাংলোর সামনে রাত ১১ টা ২৭ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমাতি করেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা ও হেফাজতের ভারপ্রাপ্ত আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।

জানাজায় মানুষের উপস্থিতি বেশি হওয়ায় মরদেহবাহী গাড়ি দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা থকে জানাজার আগে নিয়ে আসা হয় হাটহাজারীর ডাক বাংলোর সামনে। পরে সেখানে গাড়ি রেখে জানাজা অনুষ্ঠিত হয়। মাদরাসার ভেতর ও আশপাশের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

এর আগে বৃহস্প্রতিবার বাবু নগরীর গ্রামের বাড়ী ফটিকছড়ি থেকে রাত পৌনে ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হয় হাটহাজারী মাদরাসায়। পরে সেখান থেকে পরিবারের সদস্যদের দেখিয়ে রাতে হাটহাজারী মাদরাসায় নিয়ে আসা হয়।

রাত সাড়ে নয়টার দিকে মাদরাসা প্রাঙ্গণে বিপুল লোকের ভিড় হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষজনকে তখন মাদরাসার বাইরে রাস্তায়ও অপেক্ষা করতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার নাগাদ চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মৃত্যুবরন করেন জুনায়েদ বাবুনগরী। সাড়ে ১২টার দিকে বাবু নগরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement