অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যখন হারের দিকে এগিয়ে যাচ্ছিলো তখনই দলের হাল ধরেন আফিফ-সোহান। দুজন মিলে জুটি গড়েন ৫৬ রানের। আফিস অপরাজিত ছিলেন ৩১ বলে ৩৭ রানে আর সোহান ২২ রানে। তাদের এই জুটির উপর ভর করেই ম্যাচ জেতে বাংলাদেশ। দুর্দান্তি ব্যাটিং করায় ম্যাচ সেরার পুরষ্কার ওঠে আফিফের হাতেই।
পুরষ্কার নিতে গিয়েই শামীম আশরাফের প্রশ্নের জবাবে আফিফ শোনালেন দলের প্রতি দায়িত্বের কথা। বললেন, আমি তরুণ কি তরুণ না সেটা কোন ব্যপার না, আমার মাথায় একটাই চিন্তা ছিলো সেটি হলে শেষ পর্যন্তথাকতে হবে এবং রান বের করে খেলতে হবে। সোহান ভায়েরও দুর্দান্ত সাপোর্ট ছিলো, দারুন ব্যটিং করেছেন তিনি।
আফিস সোহানের এই মনমুগ্ধকর ব্যাটিংয়ের দারুণ প্রশংসা করলো দলের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বললেন ‘আফিফ ও সোহানদের এমন ব্যটিংয়ে খুব স্বস্তি পেয়েছি। পরিপক্বতা দেখিয়েছে। দ্রুত উইকেট হারিয়ে প্রায় ম্যাচ থেকে আমরা ছিঁটকেই গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত ওরাই আমাদের ম্যাচে ফিরিয়েছে।
রিয়াদ বললেন দলের বোলাররাও দুর্দান্ত বল করেছে, তা না হলে অস্ট্রেলিয়ার মত দলকে মাত্র ১২১ রানে আটকে ফেলা সহজ কাজ নয়। তিনি বলেন প্রথম ম্যাচের মত এই ম্যাচে জয়ে আবদান রেখেছেন সাকিব আল হাসান।