১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

স্বীকৃতি আদায়ে বহু আমেরিকান নাগরিক জিম্মি রেখেছে তালেবান

Advertisement

যুক্তরাষ্ট্রের কাছে স্বীকৃতি আদায়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরিফে কয়েকশে আমেরিকানকে জিম্মি করে রেখেছে তালেবান।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল জানিয়েছেন, ৬টি বিমানে করে এসব নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল; কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না। খবর নিউইয়র্ক টাইমসের।ৎ

আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমান আটকে রেখেছে তালেবান।

আমেরিকান নাগরিকদের পাশাপাশি বেশ কিছু আফগান নাগরিকও রয়েছেন যাদেরকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে রোববার এসব কথা বলেছেন ম্যাককাউল।

ম্যাককাউলের দাবি, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং সেই বিনিময় হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের মুক্তি দেবে না তারা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement