আন্তর্জাকিত ক্রিকেটে সাকিবের পথ চলা শুরু ২০০৬ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ওই বছরেরর ৬ আগস্ট ব্যাট বলের লাগাই শুরু করেন মিস্টার আল হাসান। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাকিবকে। প্রতিমূহুর্তেই সাকিব প্রমাণ করে এসেছে নিজেকে। এখন পর্যন্ত সাকিবের কোন বিকল্পই তৈরি করতে পারেনি বাংলাদেশ। গেল ১৫ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে আরও ৫ বছর চান হাবিবুল বাশার সুমন।
গণমাধ্যমে তিনি বলেন, সাকিব আল হাসান সব ফরমেটেই বাংলাদেশের সেরা। দলের সাফল্যের পেছনে এবং ভারসাম্য রাখারতে দলে সাকিবের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ।
বাশার বলেন, আমি চাই সে অনেকদিন ফিট থাকুক এবং আরও চার থেকে পাঁচ বছর জাতীয় দলে সার্ভিস দেক। আমরা যখন একটা নতুন দল তৈরি চেষ্টা করছি, তখন এই নতুন খেলোয়াড়দের সাথে সাকিবের মতো খেলোয়াড়দের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’
এখন পর্যন্ত ৫৮ টেস্টে, ২১৫টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।