ব্রাজিল-আর্জেন্টিনা মানেই দুই ভাগে বিভক্ত বিশ্ব। বিশেষ করে ফুটবলে এমনটাই হয়। কিন্তু এবার ভলিবলেও সেই উত্তেজনা ছড়িয়েছে দুই দলের ম্যাচে। তবে অলিম্পিকের ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল।
টোকিও অলিম্পিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমে প্রথম দুই সেট জিতে নেয় আর্জেন্টিনা। তবে পরের দুই সেটে ২৫-১৬, ২৫-২১ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে সমতায় ফেরে ব্রাজিল। শেষ সেটে ১৬-১৪ পয়েন্টে জিতে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করে ব্রাজিল। আর ৫ নম্বরে নেমে যায় আর্জেন্টিনা।