কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সাও পাওলোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
কয়েকদিন আগেই আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া করেছে ব্রাজিলের। এবার তাই প্রতিশোধের মিশনে নামবে সেলেসাওরা। এখন পর্যন্ত বাছাইপর্বে টানা সাত জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান তিতের দলের। সবশেষ চিলির বিপক্ষে জয়ে দারুণ আত্মবিশ্বাসী নেইমার-এভারটনরা। তবে ইংলিশ লিগে খেলা ৯ ফুটবলার না থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ তিতে।
অন্যদিকে ম্যাচ জিততে মরিয়া আর্জেন্টিনা। শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী আলবিসেলেস্তারাও। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির আক্রমণভাগ আছে দারুণ ছন্দে। তাই প্রতিপক্ষ ব্রাজিল হলেও বাড়তি চাপ নিতে চান না কোচ লিওনেল স্কালোনি।