শাহরুখ খান ও কাজল-বলিউডের সর্বাপেক্ষা জনপ্রিয় এই জুটির সর্বশেষ সিনেমা ছিল ‘দিলওয়ালে’। তবে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। তবে সবকিছু ঠিক থাকলে ফের তাদেরকে একসাথে দেখা যাবে পরিচালক রাজকুমার হিরানির ছবিতে।
গত সেপ্টেম্বর মাসে প্রাথমিক ঘোষণায় ছবিটিতে শাহরুখ খান এবং তাপসী পান্নুর অভিনয়ের কথা থাকলেও পরে জানা যায় যে শাহরুখের বিপরীতে কাজলকে দেখার সম্ভাবনাই বেশি। অভিবাসনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হওয়া এই ছবিতে তারা দম্পতির চরিত্রে অভিনয় করবেন। তবে কৌতুকে মোড়া হবে ছবির বিষয়বস্তু। সপরিবারে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিবেন শাহরুখ ও কাজল। সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের চরিত্র। এতে আরও দেখা যাবে সাংবাদিক হিসেবে থাকা তাপসীকে। এছাড়াও থাকবেন মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি।
সূত্র জানিয়েছে যে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আপাতত এই ছবির সম্পর্কে কিছুই ঘোষণা করা হচ্ছে না। সব স্থির হয়ে গেলেই প্রকাশ করা হবে সব তথ্য। শাহরুখ এবং হিরানির যৌথ প্রযোজনায় আগামী বছর এপ্রিল মাস থেকেই শুরু হতে পারে সিনামাটির শ্যুটিং।