ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই অঘটনের শিকার হয়েছে ম্যানসিটি। টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। রাতে প্রতিপক্ষের মাঠে নিজেদের ঠিক সেভাবে মেলে ধরতে পারেনি সিটিজেনরা। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য ভাবে শেষ হলেও
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে ম্যান সিটি।
৫৫ মিনিটে সন হিগুয়ান মিনের স্কোরে ১-০ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। পরে বাকি সময় লড়াই হলেও ম্যাচে ফেরা হয়নি সিটিজেনদের। শেষ পর্যন্ত শুরুতেই হোঁচট খেয়ে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানসিটির।
এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। নিউক্যাসেলের বিপক্ষে তারা জয় তুলে নেয় ৪-২ গোলের ব্যবধানে।