১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

ইতালিতে দেশি সবজির খামার, মিলছে লাউ থেকে সবকিছু

Advertisement

ইতালির ত্রেভিজো শহরে বাংলাদেশী সবজি চাষ করে সফল হয়ে তাক লাগিয়েছেন প্রবাসী ইসমাইল মিয়া । বাসার পাশে পরিত্যাক্ত স্থানে গড়ে তুলেছেন তার এই শখের কৃষি খামার।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইসমাইল মিয়া ইতালির ত্রেভিজো শহরের সিলিএয়া তে স্ব পরিবারে বসবাস করছেন প্রায় ১৮ বছর। বাসার পাশেই পরে থাকা পরিত্যক্ত জায়গাটি তার নজরে আসে ।ইতালিতে দেশি সবজি

বাসার মালিকের সাথে কথা বলে প্রায় এক যুগ আগে স্বল্প পরিসরে বাংলাদেশ থেকে বীজ সংগ্রহ করে সবজি চাষ শুরু করেন। প্রথমদিকে স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে চাষ করা জমির পরিধি কিছুটা বাড়িয়েছেন।

আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, সংসারের কাজ শেষ করে অবসর সময়টা সবজি খেতে কাটাচ্ছেন ইসমাইল মিয়া ও তার স্ত্রী। সার ও কীটনাশক ছাড়া টাটকা সবজি নিজেদের চাহিদা পূরন করে বন্ধুদের ও প্রতিবেশীদের ও বিতরন করছেন।ইতালিতে দেশি সবজি

এ বছর তারা জমিতে রোপন করেছেন , টমেটো, লাউ , কুমড়া , সিম, মরিচ , ঢেড়স , করল্লা, চিচিঙ্গা , ধনেপাতা , বেগুন , লালশাক সহ বিভিন্ন সবজি।

ইসমাইল মিয়া জানান, বাংলাদেশী যারা ইতালিতে বসবাস করছেন , তারা যদি বাসার পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করেন- তাহলে সেই পরিবার ও আশেপাশের মানুষদের কীটনাশকমুক্ত অর্গানিক টাটকা দেশি সবজি পরিবেশন করা সম্ভব ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement