৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরা মেট্রোরেলের ৬ নম্বর ডিপোতে

Advertisement

ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ধারণ করা হয় বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। গত ১৬ জুলাই দেশের প্রথম দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোট্রেনের সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয়েছে এই পর্বটি। মেট্রোট্রেনের সঙ্গে সাদৃশ্য রেখে আলোকিত মঞ্চে ইত্যাদির এই অনুষ্ঠান নির্মাণ চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।

শেকড়ের সন্ধানে ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তুলে ধরা হয়। পাশাপাশি গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইত্যাদি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। এবারের ইত্যাদিতেও রয়েছে মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।

এবারের অনুষ্ঠানে রয়েছে দুইটি গান। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও মনোয়ার হোসেন টুটুলের সুরে শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। গানটির কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির কয়েকজন স্থপতি ও প্রকৌশলী। ইত্যাদির এবারের পর্বে আরও থাকছে সংগৃহীত কথা ও সুরে নতুনভাবে রেকর্ড করা একটি গান। গানটির কণ্ঠশিল্পী থাকবেন তসিবা; র‍্যাপ অংশটি গাইবেন মাহমুদুল হাসান; আর সংগীতায়োজন করবেন তরুণ সংগীত পরিচালক- নাভেদ পারভেজ। গানটিতে নৃত্য পরিবেশনে থাকবেন ইত্যাদির নিয়মিত নৃত্য শিল্পীরা।

নিয়মিত অংশ হিসেবে এবারও রয়েছে দর্শক পর্ব, নানী-নাতি ও চিঠিপত্র পর্ব। এছাড়াও বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রচিত বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশও থাকবে এতে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রিয় অনুষ্ঠান- ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩০ জুলাই (শুক্রবার) রাত ৮টার সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন ‘হানিফ সংকেত’। নির্মাণ করেছে ‘ফাগুন অডিও ভিশন’। এবং যথারীতি স্পন্সর করেছে ‘কেয়া কসমেটিকস লিমিটেড

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement