২৬ এপ্রিল, ২০২৫, শনিবার

ইপিএলএ বড় জয় পেয়েছে ম্যানইউ, চেলসি ও লিভারপুল

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে জয় জিয়েই শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল। তবে হেরেছে অস্টোন ভিলা।
রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলের জয় পায় ম্যানউই। দলের ব্রুনো ফার্নান্দেজ করেন হ্যাট্রিক। গ্রিনউড ও ফিড করেন একটি করে গোল। লিডস ইউনাইটেডের হয়ে একটি গোল পরিশোধ করেন আইলিং।

এদিকে দিনের আরেক ম্যাচে ৩-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে চেলসি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই জয় তুলে নেয় তারা। লিভারপুল জিতেছে নরউইচ সিটির বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয় পায় দলটি। মৌসুমের শুরুতে জয় পেয়েছে এভার্টন,বার্নলে ও লেস্টার সিটি।

এছাড়া ওয়ার্ডফোর্টের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement