টাঙ্গাইলের ঘাটাইলে ভোট প্রদানের নির্ধারিত সময়সীমা শেষ হলেও শত শত ভোটার বাইরে অপেক্ষা করছেন ভোট প্রদানের জন্য। রোববার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত সরেজমিনে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঘাটাইল পশ্চিমপাড়ার তাহফিজুল কোরআন এবতেদায়ি নুরানি মাদরাসা কেন্দ্রের বাইরে শত শত নারী-পুরুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বিকেল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে ২০৯৮ ভোটারের মধ্যে প্রায় ১৩০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই প্রথম ঘাটাইল পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
কেন্দ্রে ভোটারদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। খুবই ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। নির্বাচন-সংশ্লিষ্টরা জানান, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে ধীরগতি হয়েছে। এ ছাড়া বেশি মেশিন চালু থাকায় সেটি স্লো (ধীরগতি) হয়ে যাচ্ছে।
এ বিষয়ে তাহফিজুল কোরআন এবতেদায়ি নুরানি মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ইভিএম মেশিন দীর্ঘক্ষণ চালু থাকায় ঠিকমতো কাজ করছে না। অনেক ভোটারের হাতের আঙুলের ছাপ না আসায় ভোটগ্রহণে দেরি হচ্ছে।