১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

ইভ্যালিকে ৩ সপ্তাহ সময় দেবে মন্ত্রণালয়

Advertisement

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে দেনা-পাওনার হিসাব দিতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি আগস্ট মাসের ১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের জানতে চাওয়া ছয়টি প্রশ্নের উত্তর দিতে ছয় মাস সময় চায় ইভ্যালি। তবে তাদের সেই আবেদন গৃহীত হবে কি না এমনকি সময় দিলেও কত দিন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের নিয়ে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়।

কিছু দিন ধরে আলোচনায় থাকা এই বৈঠকে ইভ্যালিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সব প্রশ্নের উত্তর দিতে মাত্র ৩ সপ্তাহ সময় দেওয়া হলো।

বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের কাছে গত ১৯ জুলাই ছয় প্রশ্নের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। সে চিঠির জবাব ১ আগস্টের মধ্যে দিতে বলা হয়।

তারপর ১ আগস্ট পাঠানো জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিকট বাড়তি সময় চেয়ে ইভ্যালি বলেছিল, একটি তৃতীয় নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ইভ্যালির সম্পূর্ণ আর্থিক হিসাবের বিবরণী ও কোম্পানির মূল্যায়ন করতে হবে। এমনকি কোম্পানির অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্যাবলী উপস্থাপনের জন্য ছয় মাস সময় লাগবে। তারপরই সব প্রশ্নের জবাব দেওয়া যাবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement