২৬ এপ্রিল, ২০২৫, শনিবার

সাগরে এক ‘খ্যাওয়ে’ মিলল ৩৫ লাখ টাকার ইলিশ!

Advertisement

গভীর সাগরে একবার জাল পেতেই জালে ধরা পড়লো ১৭০ মন ইলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রে এফ ফি আল মদিনার ইলিশের স্তুপে ভরে যায় বাজারের বিরাট এলাকা।

ইলিশ ধরার এমন সাফল্যে মাঝি ইমরান কে উপহার দেওয়া হয়েছে এক ভরি ওজনের সোনার চেইন।

আল মদিনা ফিশিং বোটের মালিক ও বি এফ ডি সি মৎস ব‍্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ এনামুল হক বলেন, গভীর সাগরে গিয়ে একবার জাল ফেলে টেনে তুলতেই ১৭০ মন ইলিশ ধরা পড়ে। পরে ঘাটে নিয়ে এলে খোলা ডাকে ২১ হাজার ৫২ টাকায় প্রতি মন বিক্রি হয়েছে যার মূল‍্য ৩৫ লাখ ৫৭ হাজার টাকারও বেশি। 

সারাবাংলা ডেস্ক/বরগুনা সংবাদদাতা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement