প্রতারণা ও অর্থ আত্মসাৎের অভিযোগে গ্রেপ্তার ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারের বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্ত ইশরাত ব্রিগেডিয়ার জেনারেল, চিকিৎসাবিজ্ঞানী, বিশিষ্ট আলোচকসহ বিভিন্ন ভুয়া পরিচয় ধারণ করতেন।
সোমবার দুই আসামীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শাহআলী থানা পুলিশ প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় পাঁচদিন করে মোট দশদিনের রিমান্ড আবেদন করে।
ঢাকা মহানগর হাকিম মোঃ আশেক ইমাম শুনানি শেষে প্রতারণার মামলায় তিনদিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থেকে ইশরাত ও তার সহযোগী দিদারকে গ্রেপ্তার করে র্যাব-৪ । এ সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড , ভুয়া সনদ, সিল, প্রত্যয়ন পত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদসহ ব্রিগেডিয়ার জেনারেল পদের উর্দি ও র্যাঙ্ক ব্যজ উদ্ধার করা হয় ।
সোমবার সকালে র্যাব-৪ বাদী হয়ে শাহ আলী থানায় ইশরাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা করে ।