গত রোববার আবারও সিরিয়ায় বিমান হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়।
রোববার ভোরে দামেস্কে চালানো এ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সিরিয়ায় নিয়োজিত রুশ বাহিনীর উপপ্রধান- রিয়ার অ্যাডমিরাল ভ্লাডিম কুলিত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে, সেদিন ভোরে দুইটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ার আকাশে প্রবেশ না করে দূর থেকেই দামেস্কের দক্ষিণাঞ্চলের জয়নব এলাকায় মিসাইল হামলা চালায়।
এ সময় রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বুক-এমটুইর মাধ্যমে ইসরাইলি ক্ষেপণাস্ত্র দুইটি আকাশে থাকতেই ধ্বংস করে দেয় সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী। উল্লেখ্য,সম্প্রতি সিরিয়ার ওপর বিভিন্ন প্রকার হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। গত সপ্তাহে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছিল দখলকৃত গোলান মালভূমি থেকে। তবে এর মধ্যে সাতটি আকাশেই ধ্বংস করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।