৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

ইসরাইলি রাষ্ট্রদূতকে তিরস্কার করল রাশিয়া

Advertisement

গত শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। এ হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কারও করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
এতে বিমানবন্দরটির দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।

ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ওই হামলার ব্যাপারে তেলআবিবের ব্যাখ্যা জানতে বুধবার মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ ইসরাইলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জভিকে ১০ জুনের হামলার ব্যাপারে তিরস্কার করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিমান হামলার পর পরই নিন্দা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক বিমান সংস্থা এবং বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement