বিশ্বের প্রতিটি দেশের অ্যাথলেটরা অপেক্ষা করে অলিম্পিকের আসরে নিজেদের মেলে ধরতে। তার জন্যই দিনরাত পরিশ্রম করে নিজেদের তৈরি করে ক্রীড়াবীদরা। কিন্তু সেই স্বপ্নের অলেম্পিকে পৌঁছেও সেই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিলো আলজেরিয়ার জুডোকা ফেথি নুরিন। তার কথা একটাই কথা ইসরাইলের বিপক্ষে সে খেলবে না। এতে সায় রয়েছে তার কোচেরও।
এমন খবরই গণমাধ্যমকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। ইতিমধ্যে নওরিন ও তার কোচকে নিষেধাজ্ঞা দেয়ার কথাও উঠেছে। কেনো ইসরাইলের বিপক্ষে তিনি খেলবেন না এ বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেন নিবে ফেডারেশন এমন কি শাস্তিও হতে পারে।
তবে সব কিছু ছাঁপিয়ে নিজের সিদ্ধান্তে অটল নুরিন। আলজেরিয়ান এক টেলিভিশনে ইন্টারভিউএ তিনি বলেছেন, আমার অলিম্পিকে আসতে অনেক কষ্ট হলেও ফিলিস্তিনের ব্যাপারটি সব কিছুর উর্ধ্বে।
নওরিনের কোচ জানিয়েছেন, আমরা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। ড্রতে আমাদের ভাগ্য খারাপ ছিলো তাই ইসরায়েলির সাথে আমাদের খেলা পড়েছে। সেই কারণেই আমরা সরে দাঁড়িয়েছি।
এখন দেখার বিষয় কত বড় শাস্তির মুখে পড়তে হয় এই আলজেরিয়ান ক্রীড়াবীদকে।