২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

অ্যান্টিগা টেস্ট : উইন্ডিজের বিরুদ্ধে টাইগারদের সম্ভাব্য একাদশ

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময়রাত ৮টা থেকে শুরু হবে প্রথম টেস্ট।

প্রথম টেস্ট শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। তার বদলে টেস্ট দলে ফিরেছেন এনামুল বিজয়।

এই সফর থেকে ছুটি নিয়েছেন শ্রীলংকা সিরিজে দুই সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। হজব্রত পালনে ব্যস্ত থাকবেন তিনি। ইনজুরির কারণে এই সফরে নেই দলের অন্যতম সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। যে কারণে দলে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে তাকে।

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement