১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

এডিস মশা : উত্তরায় এক ভবনেই জরিমানা ৩ লাখ

Advertisement

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর উত্তরায় একটি ভবনের মালিক ও ডেভেলপার কোম্পানির সাইট ইঞ্জিনিয়ারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার ওই এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় এডিসের লার্ভা পাওয়ায় ১২ নম্বর সেক্টরে ১ নম্বর রোডের ৩২ নম্বর ভবনের মালিককে ১০ হাজার টাকা এবং একই সেক্টরে শাহ মখদুম এভিনিউ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ডেভেলপার কোম্পানির সাইট ইঞ্জিনিয়ারকে তিন লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। আমাদের সবাই লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, মহামারি চলাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ছাড়া ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement