১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

সেই উহানের সব বাসিন্দার আবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের সূতিকাগার হিসেবে পরিচিত চীনের উহানে স্থানীয়ভাবে তিন কোভিড রোগী শনাক্ত হওয়ার পর শহরটির সব বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার শহরটির কর্মকর্তা লি তাও এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়ে বলেন, উহানের ১ কোটি ১০ লাখ জনসংখ্যার প্রত্যেককে এখন করোনা পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের এ শহরটিতেই প্রথম নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। তারপর বেশ কিছুদিন কঠোর লকডাউনে ছিল শহরটি।

২০২০ সালের মার্চ থেকে দেশটিতে সরকারি হিসাবে শনাক্তের সংখ্যা কম দেখা যাচ্ছে। মাঝে মাঝে সংক্রমণ বাড়তে শুরু করলেও দ্রুতগতিতে নেওয়া নানান পদক্ষেপের মাধ্যমে দেশটি কোভিডের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রদেশে করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিস্তার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় চীনের সরকারকে নতুন করে বিধিনিষেধ দিতে হচ্ছে; পরীক্ষা করতে হচ্ছে লাখ লাখ মানুষকে।

চীনের ডজনখানেক প্রদেশ এবং ২০টির বেশি শহরে ইতোমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে।

রাজধানী বেইজিংসহ অন্য বড় শহরের স্থানীয় সরকার তাদের লাখ লাখ বাসিন্দার করোনা পরীক্ষা করছে।

হুনান প্রদেশের কেন্দ্রীয় ঝুঝোউ শহরে সোমবার ১২ লাখ বাসিন্দাকে কঠোর বিধিনিষেধের আওতায় বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের জন্য ওই শহরে লকডাউন জারি করা হয়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সময়ে গণহারে লোকজনের করোনা পরীক্ষা এবং ভ্যাকসিন কার্যক্রম চালানো হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement