বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছিলো বাংলাদেশ। এর পরে আমেরিকার বিপক্ষে জয় পেয়েছিলো টাইগ্রেসরা। তবে এবার তা্রা্ই হারলো কম শক্তির দল থাইল্যান্ডের বিপক্ষে। জিম্ববুয়েতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভার শেষ ৮ উইকেটে মাত্র ১৭৬ রান তোলে বাংলাদেশের মেয়েরা।
অর্ধশতক হাঁকান ফারজানা হক। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মুর্শিদা খাতুন। এজন্য তাকে খেলতে হয়েছে ৮০ বল। ১৪ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলে ফারজানা হককে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি।
ফারজানার অর্ধশতকের ইনিংস থামে ৫১ রানে, ৮১ বলের মোকাবেলায়। এছাড়া লতা মণ্ডল ২৯ ও রুমানা আহমেদ ২৭ রান করেন। থাইল্যান্ডের পক্ষে স্পিন অলরাউন্ডার নাত্তায়া বুচাথাম একাই শিকার করেন পাঁচটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় থাইল্যান্ড। উদ্বোধনী জুটিতেই দল পেয়ে যায় ৯৭ রান। নাত্তাখান চানথাম ৩৭ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার সরনারিন টিপচ অর্ধশতক পূর্ণ করে থামেন ৬৯ রানে।
৩৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান জড়ো করার পর বৃষ্টি নামে ভেন্যুতে। শেষপর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বেছে নেওয়া হয় ফলাফল। তাতে থাইল্যান্ড ১৬ রানের জয় পায়।
সংক্ষিপ্ত স্কোর
টস : থাইল্যান্ড
বাংলাদেশ : ১৭৬/৮ (৫০ ওভার)
ফারজানা ৫১, মুর্শিদা ৪৬
বুচাথাম ২৬/৫, চানিদা ৯/১
থাইল্যান্ড : ১৩২/২ (৩৯.২ ওভার)
টিপচ ৬৯, চানথাম ৩৭
নাহিদা ১৭/১, ফাহিমা ৩২/১
ফল : ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে থাইল্যান্ড ১৬ রানে জয়ী।