১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

এই জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছেন ক্রিকেটাররা

Advertisement

বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে উড়িয়ে দিয়ে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে হেরে যাওয়ায় অজিদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন পুরন হয়নি। কিন্তু শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে লজ্জার রেকর্ড গড়তে বাধ্য করে টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেট নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়ে লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া।

ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। আর এই জয় ক্রিকেটাররা উৎসর্গ করেন জাতির জনক ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সিরিজের শেষ ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে এই সিরিজ জয় আমরা বঙ্গবন্ধুকে ও বঙ্গবন্ধুর পরিবারকে উৎসর্গ করছি।’

জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই সিরিজের নামও দেওয়া হয়েছিলো বঙ্গবন্ধুর নামে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement