লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকছে না এটা নিশ্চিত হয়েছে আগেই। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভক্ত সমর্থদের থেকে বিদায় নিয়েছেন লিওনেল। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মেসি উড়াল দেবে ফ্রান্সে। ফ্রান্স ভিত্তিক একটি পত্রিকা নিশ্চিত করেছে, প্যারিসের দলটির সাথে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।
ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসিকে আর দেখা যাবে না ন্যূ-ক্যাম্পে। তাই দুঃখ ভারাক্রান্ত মনে সমর্থকরা ভিড় জমিয়েছেন লিওনেল মেসির বাড়ির সামনে। তাদের আশা একবারের জন্য হলেও শেষবারের মতো প্রিয় ফুটবলারকে দেখতে চান তারা।
বার্সেলোনার সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে দুই বছরের জন্য ৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। মেসির সমর্থকরা বলে বলছেন, তাদের খুবই খারাপ লাগছে মনে হচ্ছে আমরা বিদ্ধস্ত হয়ে গেছি। আরেকজন বলেন, পিএসজিতে যোগ দিতে যাওয়ার আগে মেসিকে দেখার জন্য অপেক্ষা করছি।