১৫ জানুয়ারি, ২০২৫, বুধবার

এক মাছের দাম সাড়ে ৪ লাখ টাকা!

Advertisement

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ বিক্রি হয়েছে চার লাখ ৬২ হাজার ৭০০ টাকায়। শনিবার দুপুরে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ছয় লাখ ৬১ হাজার টাকা মণ হিসেবে ২৮ কেজি ওজনের এই ভোল মাছটি ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ীরা জানান, পাথরঘাটা উপজেলার মাসুম কোম্পানির মালিকানাধীন এফবি আলাউদ্দিন হাফিজ ট্রলার বৃহস্পতিবার ২২ জুলাই বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারের উদ্দেশে জাল পাতলে জেলেরা তাৎক্ষণিক ভোল মাছটির উপস্থিতি টের পান। সঙ্গে সঙ্গে জাল টেনে তুললে তারা বৃহৎ এই মাছটি পেয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। এরপর নিয়মিত ডাকে মাছটি বিক্রি করা হয়। বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ডাকে অংশ নিলেও মাছটি শেষ পর্যন্ত কেনেন খুলনার মৎস্য ব্যবসায়ী মো. জুয়েল।

শনিবার সকাল থেকেই মাছ প্রকাশ্যে ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ছয় লাখ ৬১ হাজার মণ দরে ২৮ কেজি ওজনের মাছটি চার লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

ক্রেতা মো. জুয়েল বলেন, আমি এই ঘাটে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, সচরাচর এত বড় ভোল মাছ আমি দেখিনি। তাই মাছটি দেখে লোভ সামলাতে পারলাম না। মাছটি প্রকাশ্যে ডাকে উঠলে আমিও কেনার উদ্দেশে দাম হাঁকাতে থাকি। একপর্যায়ে মাছটি কিনতে সক্ষম হই।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে সুন্দরবনের একটি নদীতে ২২ কেজি ওজনের ভোল মাছ পেয়েছিলেন সুকুমার বহাদ্দর। বিএফডিসি ঘাটের ছগির মিয়ার আড়ত থেকে মাছটি আড়াই লাখ টাকায় কিনেছিলেন ব্যবসায়ী ইউসুফ মিয়া।

বরিশাল বিভাগীয় মৎস অফিদফতরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, ভোল মাছের বিভিন্ন প্রজাতি রয়েছে। এই মাছটিকে সামুদ্রিক মেটে বা আঞ্চলিক ভাষায় মাইট্যা অর্থাৎ মাটির রংয়ের ভোল বলা হয়। দেশি বোল বা দেশি ভোল (বৈজ্ঞানিক নাম- Raiamas bola) হচ্ছে Cyprinidae পরিবারের মাছ। জেলেরা পূর্ণ বয়স্ক ভোল মাছ ধরতে পারবেন। তবে নিষেধাজ্ঞার ৬৫ দিনে কোনো মাছই ধরতে পারবেন না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement