‘খুব কম সময়ের জন্য হাতি তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। তাই স্বগোত্রের কাউকে হত্যার প্রতিশোধ নিতে পারে হাতি’ বৈদ্যুতিক ফাঁদ পেতে বন্য হাতি হত্যার দায়ে অভিযুক্ত হওয়ার দুই সপ্তাহের মাথায় হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন জানে আলম (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে হাতির পাল তাকে আক্রমণ করে। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। গত ১৩ নভেম্বর চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ পেতে বন্য হাতি হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি তিনি।
শফিকুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক ফাঁদ পেতে হারবাং এলাকায় ১৫ বছর বয়সী এক পুরুষ হাতিকে হত্যা করা হয়। ময়নাতদন্তে বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যার প্রমাণ পাওয়া যায়। জানে আলম এ ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি।”
এদিকে এ বিষয়ে বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান দ্য ডেইলি স্টারকে বলেন, “স্বল্প সময়ের জন্য হাতি তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। তাই স্বগোত্রের কাউকে হত্যার প্রতিশোধ নিতে পারে হাতি।”