১৮ এপ্রিল, ২০২৫, শুক্রবার

এটা বলা মুশকিল যে মানুষ কী বলে, কেন বলে: সাকিব

Advertisement

ভালো করলেও যেমন প্রশংসা করার মানুষের অভাব নেই খারাপ করলেও সমালোচনা করার মানুষের অভাব নেই। ফেসবুকে ছবি দেওয়া থেকে শুরু করে হাঁটা চলা সব নিয়েই সাকিবের পড়তে হয় সমালোচনার মুখে। গণমাধ্যম কর্মীরাও সমালোচনা কম করে না সাকিবের। এই যে এত সমালোচনা কেমন লাগে সাকিবের?

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচে দারুণ খেলেছেন সাকিব, চতুর্থ ম্যাচে গিয়ে খেয়ে বসলেন এক ওভারে ৫ ছয় এর পরেই শুরু হয়েগেলো সাকিবকে নিয়ে সমালোচনা। অনেকে তো তাকে বানিয়ে দিলেন দেশের শত্রুও। এমন চাপ নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান সাকিব আল হাসান। ৯ রানে শিকার করেন ৪ উইকেট, অস্ট্রেলিয়াকে একাই গুড়িয়েদেন তিনি।

কিন্তু এই যে এত এত সমালোচনা কিভাবে সহ্য করেন সাকিব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটা আমার পক্ষে বলা মুশকিল যে মানুষ কী বলে, কেন বলে এবং কী কারণে বলে। সেটা জানিও না, চিন্তাও করি না। ভালো কথা বললে ভালো। সমালোচনা করলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।”

শুধু যে সাধারণ দর্শক-সমর্থকদের বাইরেও সাকিব যখন গণমাধ্যমের সমালোচনার শিকার হন তখন কেমন লাগে সাকিবের এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, একদমই খারাপ লাগে না আমার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement