১৫ জানুয়ারি, ২০২৫, বুধবার

এডিস মশা কখন কামড়ায়, সতর্ক থাকবেন যেভাবে

Advertisement

ডেঙ্গুরোগের বাহক এডিস মশা কখন কামড়ায়-তা এখনও অনেকের অজানা। এ মশা কোন সময় সক্রিয় থাকে তা নিয়ে সামান্য মত-পার্থক্য আছে প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মাঝে। সবচেয়ে প্রচলিত তথ্য হচ্ছে যে, এডিস মশা দিনের বেলাতেই কামড়ায়। ভোর বা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পর থেকে বিকাল বা সন্ধ্যার আগ পর্যন্ত এ মশা সক্রিয় থাকে বলে ধারণা করা হয়।

তবে এডিস মশা সাধারণত দিনে কামড়ায় বলে যে তারা রাতে কামড়াবে না-এমন ধারণাটি ভুল! প্রাণিবিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুসারে এডিস মশা সক্রিয় থাকতে পারে উজ্জ্বল আলোতে। অর্থাৎ শুধু দিনের বেলাতেই নয়; ঘর আলোকিত থাকলে রাতেও কামড়াতে পারে এ মশা। এডিস মশা ভরদুপুরের কড়া আলোর চেয়ে আলো-আঁধারি পছন্দ করে বেশি। আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় এবং গোধূলি বা সূর্যাস্তের সময়টা তাদের পছন্দসই সময়।

তবে রাতের বেলায়ও এডিস মশা ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। ডেঙ্গুজ্বর প্রতিরোধ করতে হলে এডিস মশার বিস্তার রোধের পাশাপাশি মশা যেন কামড়াতে না পারে তা নিশ্চিত করতে হবে।
এডিস মশা চেনার উপায়ঃ

এই মশা অন্যান্য মশাদের চেয়ে কালচে ধরনের হয়ে থাকে। এর পায়ে এবং পাশে সাদা ডোরাকাটা দাগ থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগও থাকে। বাকি মশাদের ক্ষেত্রে এ দাগ মাঝ বরাবর হয়ে থাকে। এই দুটো দেখেই এডিস মশা চিহ্নিত করা সম্ভব।
যেভাবে সতর্ক থাকবেনঃ
# দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করা উচিত।
# ফুল হাতার জামা পড়া উচিত।
# শিশুদের হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট বা পায়জামা পড়িয়ে দিন।
# দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার বাধ্যতামূলক।
# বিভিন্ন মশানিরোধী ক্রিম বা তেল শররের খোলা স্থানে ব্যবহার করুন।
# দরজা-জানালায় নেট লাগিয়ে নিন।
# মশার স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।
# বাড়ির ছাদে, বাগানের টবে, ফুলদানি বা অব্যবহৃত কৌটা এবং ঘরের আশপাশে যে কোনো পাত্রে পানি জমে থাকতে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রতিদিন পানি বদলে ফেলুন।
# ঘরের বাথরুমে কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
# বাড়ির আশপাশের ঝোপ-ঝাড়, জঙ্গল, ডোবা-জলাশয় ইত্যাদি পরিষ্কার রাখুন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement