৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

এডিস মশা পাওয়ায় ৭ ভবন মালিককে লাখ টাকা জরিমানা

Advertisement

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এসব অভিযানে মশার লার্ভা পাওয়ায় ৭টি নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়ির মালিককে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হায়দার আলী-কেপি ঘোষ স্ট্রিট এলাকায় এবং অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ ও রইছনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এছাড়া করপোরেশনের নবসংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া গেন্ডারিয়া এলাকায়, শাহীন রেজা নন্দীপাড়া এলাকায় এবং মো. আলমগীর হোসেন খিলগাঁও এলাকায় অভিযানে নেতৃত্ব দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সাংবাদিকদের জানান, আজকের অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ৮৭টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ি পরিদর্শন করেন। এ সময় অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী ২ মামলায় ১ লাখ টাকা, এবং অঞ্চল ১০ এর মোহাম্মদ মামুন মিয়া ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। সর্বমোট ৭ মামলায় এক লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement