ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ নির্মাণাধীন ভবনকে দুই লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩ ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় একটি নির্মাণাধীন ভবনসহ ৪টি ভবনকে ১ লাখ ৫০ হাজার টাকা, অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো মুগদার ঝিলপাড় এলাকায় ৩টি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা ও অঞ্চল-৫ এর আনিক পূর্ব জুরাইন এলাকার ২টি নির্মাণাধীন ভবনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অভিযানে আদালতগুলো মোট ১শ ১৪টি বাড়ি পরিদর্শন করেন এবং ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের ও ২ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানের পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযান আগামীকালও চলবে।