ব্যক্তিগত গাড়ির মালিকদের স্ত্রী/স্বামী, সন্তানদের নামে থাকা সব ধরণের সম্পদ ও দায়ের বিবরণী জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এর কারণ হিসেবে বলা হয়েছে অনেক গাড়ির মালিক আছেন যাদের জীবন যাপনের মান ও আয় ব্যয়ের কোন সামঞ্জস্য নেই। এতে অভিযোগ রয়েছে যে তারা স্ত্রী-সন্তানদের নামে সম্পদ লুকিয়ে রাখেন। ফলে কর কর্মকর্তারা করদাতার প্রকৃত সম্পদের হিসেব জানতে পারেন না।
এনবিআর জানিয়েছে, বার্ষিক করযোগ্য আয় চারলক্ষ টাকার বেশি, এমন করদাতাদের জীবন যাত্রার নাম সম্পর্কিত ব্যয় অবশ্যই বিবরণী দাখিল করতে হবে। সেজন্য একটি বিশেষ ফর্ম পূরণও করতে হবে। এনবিআরের আইটি ১০বিবি ২০১৬ ফরম পূরণ করে এ তথ্য জানাতে হবে । যার মধ্যে সন্তানের শিক্ষা খাতের খরচ থেকে শুরু করে উপহার সামগ্রীর ব্যয়ও থাকবে।
মূলত ধনী করদাতাদের সম্পদের বিবরণী প্রতিবছরই দাখিল করা আবশ্যক। বার্ষিক আয়-ব্যয়ের পাশাপাশি কাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে , সে সম্পর্কে তিনটি শর্ত নির্ধারণ করেছে এনবিআর। প্রথমত, করদাতার মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ অতিক্রম করলে । দ্বিতীয়ত একটি মোটরগাড়ির মালিক হলে এবং তৃতীয়ত, মহানগর এলাকায় আবাসনে বিনিয়োগ বা ফ্ল্যাট থাকলে । অর্থাৎ এগুলোর কোন একটি থাকলেই নিজের স্ত্রী সন্তানদের নামে কোথায় কি সম্পদ রয়েছে সেগুলর বিবরণীও আয়কর রিটার্নের সাথে দিতে হবে ।