বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরের কথা ছিলো ইংল্যান্ডের। কিন্তু সামনে বিশ্বকাপ ও অন্যন্য ইস্যুতে এই সিরিজটি পিছিয়ে গেলো আরও ২ বছর। তবে গত রাতে ইসিবির বক্তব্য ও ইংলিশ গণমাধ্যমের সংবাদে বাংলাদেশ ধরেই নিয়েছিলো সিরিজটি বাতিলের দিকেই যাচ্ছে। দেশের গণমাধ্যমকে যদিও সিরিজ বাতিলের কথা সরাসরি বলেনি বিসিবি কিন্তু আকার-ইঙ্গিতে বুঝিয়েছে ঠিকই। শেষ পর্যন্ত আগামী ২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড এটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি বলছে,নতুন সূচি অনুযায়ি ২০২৩ সালের মার্চে মাসের প্রথম দুই সপ্তাহে আয়োজন করা হবে ইংল্যান্ড সিরিজ। দুই বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিরিজের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম এমনটাই নিশ্চিত করেছে বিসিবি।