২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

এবারের শিরোপা ঘরে উঠলো মেরিনার্সের

Advertisement

আগের ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ তৈরি ছিল মেরিনার্সের। শেষ মিনিটে আবাহনী দুই গোল করায় মেরিনার্স চ্যাম্পিয়ন হতে পারেনি। আজ (শনিবার) লিগের শেষ ম্যাচে মেরিনার্সের প্রয়োজন ছিল ড্র। মোহামেডানকে হারিয়ে মেরিনার্স তাদের শিরোপা পুনরুদ্ধার করল।

২০১৬ সালে মেরিনার্স প্রথম হকি লিগ শিরোপা জেতে। পাঁচ বছর পর আবার তারা লিগের শিরোপা পুনরুদ্ধার করল। সাম্প্রতিক সময়ে একই মৌসুমে ক্লাব কাপ ও লিগ জয়ের কৃতিত্ব নেই কোনো ক্লাবের। কোচ হিসেবে মামুনুর রশীদ অনন্য এক কীর্তি অর্জন করল।

দলবদলের সময় থেকে মোহামেডান ও মেরিনার্সের মধ্যে দ্বৈরথ চলছে। সেই দ্বৈরথে মোহামেডান দলবদলে জিতলেও মাঠের লড়াইয়ে তিনবারই হারল। ক্লাব কাপে সেমিফাইনালে মোহামেডান খেলেনি। লিগে প্রথম রাউন্ড ও সুপার লিগ উভয় পর্যায়ে হেরেছে মোহামেডান।

ম্যাচের শুরুতে মোহামেডান লিড নেয়। আর্জেন্টাইন গঞ্জালো পেইলাতের গোলে সাদা কালোরা এগিয়ে যায়৷ প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা আনেন মেরিনার্সের সোহানুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করেন সোহান। মেরিনার্স লিড নেয় এবার। তৃতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে ভারতীয় প্রদীপ মোরের গোলে মেরিনার্স স্কোরলাইন ৩-১ করে। ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহামেডানের সারওয়ার গোল করলে ৩-২ হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement