জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায় যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিয়াউর রহমান জনপ্রশাসন পদক-২০২১ পাচ্ছেন। মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করার কাজের জন্য জাতীয় পর্যায়ের ব্যক্তিগত শ্রেণিতে এ পদক পাবেন তিনি।
ইউনেসকোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য দলগত শ্রেণিতে (সাধারণ) পদক পাচ্ছেন কাজী ইমতিয়াজ হোসেন ও তাঁর দল। তাঁরা প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্তব্যরত। বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিন সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প পাবে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে সাধারণ পদক। এ ছাড়া পরিবার পরিচিত কাজের জন্য ব্যক্তিগত (কারিগরি ক্ষেত্র) শ্রেণিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক- ‘শাহিদা সুলতানা’, ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের কাজের জন্য দলগত (কারিগরি) শ্রেণিতে যৌথ মূলধন কোম্পানি বা ফার্মসমূহের পরিদপ্তরের তৎকালীন নিবন্ধক (বর্তমানে তথ্য ও সম্প্রচারসচিব)- ‘মো. মকবুল হোসেন ও তাঁর দল’ এবং পেনশন ব্যবস্থা ডিজিটালাইজেশন কাজের জন্য প্রাতিষ্ঠানিক শ্রেণিতে (কারিগরি) ‘অর্থ বিভাগ’ এই পদক পাচ্ছে।
জেলা পর্যায়ে পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক- ‘সাবিনা ইয়াসমিন’ (ব্যক্তিগত) এবং দলগত শ্রেণিতে খুলনার তৎকালীন জেলা প্রশাসক- ‘মোহাম্মদ হেলাল হোসেন ও তাঁর দল’ একই পদক পাচ্ছেন। সাবিনা ইয়াসমিন পদক পাবেন কন্যারত্নের জন্য; এবং হেলাল হোসেন ও তাঁর দল পদক পাবেন বানীশান্তা যৌনপল্লিতে জন্ম নেওয়া সমাজচ্যুত শিশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য।
দলগত শ্রেণিতে জনপ্রশাসক পদক-২০২০ পাবেন ‘মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল’- এর উদ্ভাবক মোহাম্মদ আব্দুর রহিম ও তাঁর দল। এ ছাড়া একই বছরের জেলা পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে পদক পাবেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন। তিনি এই পদক পাচ্ছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও পুনর্বাসনের অবদানের জন্য।
নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ ও তাঁর দল পিপিপি অনুসরণ করে আধুনিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম ও মিনি লাইব্রেরি স্থাপন করেছিলেন; এবং টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার ডিসি) মো. শহীদুল ইসলাম ও তাঁর দল টাঙ্গাইলে বধ্যভূমি সংস্কার করা ছাড়াও নবরূপে স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। তাই তারাও পাবেন জনপ্রশাসক পদক। একই বছরের প্রাতিষ্ঠানিক শ্রেণিতে এই হাটহাজারী ইউএনও কার্যালয় পদক পাচ্ছেন।