এক প্রকার চাপে পড়েই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন মুমিনুল হক। এমনিতেই খেলেন একটা মাত্র ফরম্যাট, সেখানে ২০১৯ সালে নেতৃত্ব পাওয়ার পর থেকে ব্যাটিংটা জুতসই হচ্ছিল না এই বাঁহাতির। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট একপাশে রাখলে দলীয় সাফল্যও ধরা দিচ্ছিল না। সব মিলিয়ে চাপে পিষ্ট হয়ে পড়েন মুমিনুল। তাই ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তবুও যেন লাভ হচ্ছে না। কিছুতেই হাসাতে পারছেন না নিজের ব্যাট।
উইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন কোনো রান না করেই। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। এই টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অনুজ্জ্বল ছিলেন মুমিনুল। ঠিক প্রথম টেস্টের মতোই শূন্য আর ৪ রান করেন তিনি। প্রস্তুতি ম্যাচটি বাদ রাখলেও আন্তর্জাতিক মঞ্চে সর্বশেষ ৯ ইনিংসেই এক অঙ্কে আটকে গেছেন এই ব্যাটসম্যান। সর্বশেষ ১৭ ইনিংসে মাত্র ৩ বার ছুঁয়েছেন দুই অঙ্ক, যেখানে একমাত্র ফিফটিও ১২ ইনিংস আগে।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, অধিনায়কত্ব ছাড়া মুমিনুলকে এবার নিজের ব্যাটিং নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সদ্য সাবেক এই অধিনায়ককেই সিদ্ধান্ত নিতে হবে বিশ্রামের প্রয়োজন আছে কিনা। তবে এই দুঃসময়ে সতীর্থের পাশেই দাঁড়াচ্ছেন সাকিব।
সাকিব বলছিলেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সবসময় কথা হয়। আবার কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, তাহলে…। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। আমাদের ব্রেক আছে। এরপর যখন সেন্ট লুসিয়ায় অনুশীলন করব, তখন চিন্তা করব আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’
শুধু মুমিনুলই নয়। সম্প্রতি দলের টপ অর্ডার একেবারেই সুবিধা করতে পারছে না। অ্যান্টিগা টেস্টেও তার পুনরাবৃত্তি ঘটেছে। এমন পরিস্থিতিতে ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে সাকিব অবশ্য কৌশলী পথে হাঁটলেন।
সাকিবের ব্যাখা, ‘খুব বেশি বদলালে যে খুব যে ভালো কিছু হবে, আপনি সেটির গ্যারান্টি দিতে পারবেন না। স্ট্যাটসের কথা বলছিলাম, ১৩-১৪-১৫ ইনিংসে কতো ইনিংসে ১০০-এর নিচে ৪ বা ৫ উইকেট হারিয়েছি। সে জায়গা থেকে চিন্তা করলে, ওখানে অনেক সমস্যা হচ্ছে। সমন্বিত দলীয় প্রচেষ্টার মাধ্যমেই আসলে আমরা বের হয়ে আসতে পারি এখান থেকে। বের হয়ে আসা সম্ভব বলে বিশ্বাস করি। এ জায়গায় আগেও পড়েছি, বের হয়েও এসেছি। আমার বিশ্বাস আছে আমরা কামব্যাক করতে পারব।’