১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

এমবাপ্পে কখনো পিএসজি ছাড়তেই চায়নি : নাসের আল খেলাইফি

Advertisement

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই দিচ্ছেন, এমন খবর এই গেল মাসেও শোনা যাচ্ছিল খুব করে। তবে সব গুঞ্জনে পানি ঢেলে ফরাসি তারকা শেষমেশ নতুন চুক্তিতে সই করে থেকে যান পিএসজিতেই। এবার পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি রীতিমতো বোমাই ফাটিয়ে বসলেন, জানালেন এমবাপ্পে কখনো পিএসজি ছেড়ে যেতেই চাননি।

সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গত গ্রীষ্মে রিয়ালের ১৮০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম কিলিয়ান পিএসজিতেই থাকতে চায়।’

‘আমি তাকে খুব ভালো করে চিনি। আমি জানি সে ও তার পরিবার কী চায়। আর তারা শুধুই টাকার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। সে এখানে থেকে গেছে, কারণ সে তার শহরের জন্য খেলতে চেয়েছে।’

এমবাপ্পের এই ইউ-টার্নে রিয়াল মাদ্রিদ রীতিমতো ক্ষুব্ধই হয়েছিল। প্রতিক্রিয়া মিলেছে লা লিগা কর্তৃপক্ষেরও। হ্যাভিয়ের তেবাস তো উয়েফার কাছে অভিযোগই জানিয়ে বসেছেন; ‘অবৈধ’ উপায়ে পিএসজি রেখেছে এমবাপ্পেকে, এই বলে। তিনি বলেছিলেন, এমবাপ্পের এই সিদ্ধান্ত ফুটবলের জন্য অপমানকর।
তার প্রতিক্রিয়ায় খেলাইফি বলেন, ‘আমরা যা করি, আমরা তা করি, কারণ আমরা জানি এটা আমরা করতে পারব। অন্য লিগ, ক্লাব, ফেডারেশন নিয়ে কথা বলব, এটা আমাদের কথা বলার ধরন নয়।’

খেলাইফি জানালেন, অন্য কাউকে শিক্ষা দেওয়া নয়, বরং নিজের চরকায় তেল দেওয়াতেই মন দিচ্ছেন তিনি। বললেন, ‘আমরা কাউকে শিক্ষা দিচ্ছি না, কেউ আমাদের শিক্ষা দিক, এটাও আমরা চাই না। প্রতি বছর বিষয়টা একই থাকে। আমরা আমাদের প্রকল্পকে এগিয়ে নেওয়ার কাজটাই করব।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement