২২ জানুয়ারি, ২০২৫, বুধবার

এশিয়ার সুদর্শন পুরুষদের তালিকায় সবার উপরে প্রভাস; দুইয়ে আছে পাকিস্তানের ইমরান

Advertisement

সম্প্রতি “টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১” শীর্ষক জরিপে প্রথমস্থান দখল করে নিয়েছেন বাহুবলী সিনেমার তারকা প্রভাস। এবারের এই জরিপ চালিয়েছে ফ্যান্সি অডস নামের একটি প্রতিষ্ঠান। এছাড়া দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ইমরান আব্বাস।

প্রভাস ছাড়াও ভারতীয় দের মধ্যে ভিভিয়ান ডিসেনা জায়গা করে নিয়েছেন শীর্ষ ১০-এ। “টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১”- এর এই তালিকায় পাকিস্তানের আরও একজন রয়েছেন। তিনি হলেন অভিনেতা ফাওয়াদ খান। সুদর্শন পুরুষদের তালিকায় বাকিরা হলেন- জাপানের জিন আকানিসি, দক্ষিণ কোরিয়ার কিম ইয়ুং জুং,ভিয়েতনামের নাহান ফুচ ভিনহ, চীনের হুয়াং জিয়াওমিং, থাইল্যান্ডের থানাভাত ভট্টনপুতি এবং তাইওয়ানের ওয়ালেস হু।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে তেলেগু সিনেমায় অভিনয় করে আসছেন প্রভাস। “বাহুবলী” সিরিজে মূল চরিত্রের অভিনয়ে সাফল্য পাবার পর-পুরো ভারতে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। বলিউডে প্রভাসকে নিয়ে ভক্তদের গুঞ্জনের শেষ নেই। তার নতুন ছবি কবে আসবে, তিনি বিয়ে করবেন কবে, কার সাথে তার সম্পর্ক ইত্যাদি নিয়েই জোর আলোচনা চলে তার ভক্ত-অনুরাগীদের মাঝে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement