খেলা হওয়ার কথা ছিলো বাংলাদেশেই, কিন্তু করোনার কারণে সেই খেলা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ খেলতে সাবিনাদের যেতে হবে উজবেগিস্তান। এমন তথ্যই নিশ্চিত করেছে বাফুফে। আগামী ১৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাছাই পর্বের ম্যাচ।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘খেলা আমাদের দেশে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এফএফসি সেটিকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। যার কারণে আমাদের উজবেগিস্তানে গিয়েই খেলতে হবে।
এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের গ্রুপে রয়েছে জর্ডান ও ইরান। এই বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে এশিয়া কাপের মূল পর্বে।
এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচের আগে দুটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। এরই মধ্যে নেপাল ও নেপাল বাংলাদেশের মেয়েদের বিপক্ষে খেলার জন্য সম্মতি জানিয়েছে। তবে ফ্লাইট জটিলতার কারণে এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কোন রকমের নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। তবে খুব দ্রুতই প্রস্তুতি ম্যাচের ব্যপারে সিদ্ধান্ত নেবে বাফুফে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরন।