ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক- ‘এ আর রহমান’ বলেছেন যে, তার গান কেউ নকল করলেও তাতে তার কিছু করার আগ্রহ নেই। বরং এর পেছনে সময় ব্যয় করাটা নিতান্তই অপচয় বলে মনে করেন তিনি। তিনি বলেন যে, গান নকল করলে কেউ বুঝবে না- এমন ধারণাটি ভুল। এখন মানুষ সচেতন ও বুদ্ধিমান। যেকোনো বিট বা সাউন্ডে সবাই বুঝে যান, কোন গানটি নকল আর কোনটি আসল।
তাই এ আর রহমান তাদের পেছনে সময় নষ্ট করতে চান না; কারণ এগুলো দেখার জন্য অন্য মানুষ আছে। তিনি শুধু সামনে এগিয়ে যেতে চান। আর তাই নেতিবাচক কিছু পরোয়া করেন না তিনি। সঙ্গীত-সাধনা নিয়ে তিনি এতোটাই ব্যাস্ত থাকেন যে লোভ, হিংসা কিংবা ঘৃণায় সময় নষ্ট করার সুযোগ নেই তার। বিশ্বের অন্যতম সেরা এই সঙ্গীত পরিচালকের পুরস্কারগুলোর মধ্যে রয়েছে দুইটি অস্কার, একটি ‘বাফটা পুরস্কার’, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩টি ফিল্মফেয়ার এওয়ার্ড। তার কাজের জন্যে তাকে উপাধি দেওয়া হয় “মাদ্রাজের মোজার্ট”। তার তামিল ভক্তরাও তাকে ” মিউজিকের ঝড় ” বলে অভিহিত করেছেন।
২০০৪ সালে টাইম্স ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন বলে প্রকাশ করেছে। এছাড়া ২০০৯ সালে লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন তাকে ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকন হিসেবে সন্মাননা দিয়েছে।