১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

সেতুমন্ত্রীর বাড়িতে গুলি-বোমা

Advertisement

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা যায় সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাড়িতে ছিল পরিবারের সদস্যরা।

ওসি সাইফ উদ্দিন বলেন এখানে আমরা একটি গুলির কার্তুজ পেয়েছি এবং ঘটনাস্থলে অবিস্ফোরিত লাল টেপ মোড়ানো দুটি বোমা পেয়েছি।’

গুলি-বোমা হামলার বিষয়টি সম্পর্কে আবদুল কাদের মির্জার স্ত্রী বলেন, ‘ বসুরহাট পৌরসভার মেয়রের প্রতিপক্ষরা বিকেল ৪টার দিকে বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তখন তাকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে থাকে বসুরহাট পৌর এলাকা আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement