আসছে সেপ্টেম্বরে বিশ্বের সবচাইতে বড় আর্চ্যারির আসর ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই আর্চ্যার রোমান সানা ও দিয়া সিদ্দিকি। যুক্তরাষ্ট্রের ইয়াংটনে ১৬ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় এই আর্চ্যারি প্রতিযোগিত।
২০১৯ সালে নেদারল্যান্ড ওয়াল্ড আর্চ্যারি চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ পদক জিতে সরাসরি টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেছিলেন রোমান সানা। এই চ্যাস্পিয়নশিপে মোট ৬ জন প্রতিযোগি পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ আর্চ্যারি ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলছেন, কয়জনের দল যাবে সেটা নির্ভর করছে বাজেটের ওপর। তবে কোনোভাবেই ৬ জনের বেশি খেলোয়াড় হবে না। সেক্ষেত্রে রিকার্ভেরই থাকবে বেশি।