কক্সবাজারের ঈদগাঁও এলাকায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে এই ৩ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মারা যাওয়া ৩ কিশোর হলো- মোহাম্মদ শাহাজাহান (১৪), আব্দুল্লাহ (১৫) ও ফারুক (১৩) ।
ঈদগাঁও উপজেলার দরগাহপাড়া খাল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দরগাহপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ওই তিন কিশোর। এরপর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর বিকেলে ৩ কিশোরের লাশ উদ্ধার করতে সক্ষম হন তারা।