কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকা ডুবে কমপক্ষে শতাধিক জন নিহত হয়েছে। শনিবার কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এএফপিকে এ তথ্য জানিয়েছে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মংগালার গভর্নরের মুখপাত্র মগবাডো বলেন, সোমবার নৌকা ডুবে যাওয়ার পর থেকে শুক্রবার রাত পর্যন্ত ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৬৯ জন এখনও নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৩৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, নৌকায় কতজন যাত্রী ছিলো তার কোন তালিকা না থাকায় নৌকার ধারণক্ষমতার ভিত্তিতে এই সংখ্যা অনুমান করা হচ্ছে।
মগবাডো বলেন, নৌকাটি আসলে নয়টি ঐতিহ্যবাহী কাঠের ডিঙ্গি নৌকা দ্বারা তৈরি। যা পিরোগু নামে পরিচিত। এগুলো সবগুলো একসঙ্গে বাঁধা ছিল। তিনি বলেন, খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
শুক্রবার গভীর রাত পর্যন্ত গণমাধ্যমে কোন প্রতিবেদন না হওয়ায় দুর্ঘটনার মাত্রা স্পষ্ট ছিল না। শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানানোর পরই তা বোঝা যায়।
মগবাডো বলেন, মংগালা কর্তৃপক্ষ নৌকা ডুবে যাওয়ার খবরটি অবহিত করেছিল। কিন্তু হতাহতের সংখ্যা জানার জন্য অপেক্ষা করছিলো। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম। এদিকে, এ ঘটনায় প্রাদেশিক কর্তৃপক্ষ সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে।