করোনা প্রতিরোধে কঠোর লকডাউনে আজ (শুক্রবার) সকাল থেকেই ফাঁকা ছিলো রাস্তাঘাট। কঠোর বিধিনিষেধ আর শুক্রবার এই দুই কারণে প্রতিদিনের চাইতে আজ রাস্তায় যানবহন বেশ কম। মানুষও নেই রাস্তায়। তবে লকডাউনের অষ্টম দিনেও কঠোর অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
সকল থেকে রাজধানীর রাসেল স্কয়ার মোড়, পান্থপথ মোড়, কারওয়ান বাজার মোড়, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান, উত্তরা ও বসুন্ধরার সরকগুলোতে নেই তেমন ভিড়। তবে কিছু পথচারী ও রিকসার দেখা মিলেছে। প্রতিদিনের মত আজকেও রাস্তায় দেখা গেছে পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার সাথে যুক্ত যানবহন রয়েছে রাস্তায়। প্রতিটি চেক পোস্টেও দেখা গেছে পুলিশ সদস্যদের। চেক পোস্টতে কর্তব্যরত থাকা পুলিশ সদস্যরা গণমাধ্যমে বলছে এখন মানুষ মিথ্যে কথা বলে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছেন অনেকেই।
বিভিন্ন চেক পোস্টে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা বলছেন, সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকে রাস্তা প্রায় ফাঁকা। যেসব গাড়ি এখন দেখা যাচ্ছে তার বেশিরভাগই হাসপাতালে যাচ্ছে। তবে যারা অপ্রয়োজনে বের হচ্ছে তাদের আমরা আইনের আওতায় আনছি।