৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

জনপ্রিয় কবিতা যার ছোঁয়ায় হয়ে যায় হৃদয়ছোঁয়া গান

Advertisement

এক একটি কবিতাই এক একটি গানের কথা। আবার সব কবিতাও গান নয়। সংখ্যার বিচারে হাতে-গোনা হলেও কবিতা অবলম্বনে কালে কালে গান হয়েছে। তবে এরমধ্যে দুই দশক ধরে ব্যতিক্রম সুরস্রষ্টা শাহীন সরদার। যিনি ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যয় করেছেন কবি ও কবিতার সূত্র ধরে গান তৈরির পিছনে। পেয়েছেন প্রশংসা আর সফলতা।

গত দুই দশক ধরে বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক হিসেবে কর্মরত শাহীন সরদার। দীর্ঘ কর্মজীবনে জীবনানন্দ দাশ, জসীম উদ্দিন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, হুমায়ূন আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, কামাল চৌধুরীসহ দেশের বরেণ্য ও নামজাদা কবিদের কালজয়ী অসংখ্য কবিতার সুরারোপ করেছেন তিনি।

শাহীন সরদারের একমাত্র কন্যা চারু ও কণ্ঠশিল্পী ঐশিকা নদীর কণ্ঠে ইতোমধ্যে গীত হয়েছে ১০ জন কবির লেখা ১১টি কবিতা-গান। দেশে কবিতার গান নিয়ে এটাই প্রথম অ্যালবাম। ‘কবিতার গান’ শিরোনামের এই অ্যালবামটি সংগীত পিপাসুদের কাছে প্রশংসিত হয়েছে।

কবিতা থেকে গান তৈরির অন্যতম কারিগর শাহীন সরদারের মুখোমুখি হয়েছেন কেটিভি প্রতিদিনের প্ল্যানিং এণ্ড ক্রিয়েটিভ এডিটর মিজান চৌধুরী।

কেটিভি প্রতিদিন: সংগীত জগতে জড়ালেন কিভাবে?
শাহীন সরদার: সঙ্গীত পরিবারেই আমার বেড়ে ওঠা। বড় ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সরদার আলাউদ্দিন। ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনেই আমি সঙ্গীতের প্রতি আসক্ত হই। তখন আমার বয়স মাত্র দশ ছুঁইছুঁই।

কেটিভি প্রতিদিন: সংগীত আপনার হাতেখড়ি…
শাহীন সরদার: আমার সঙ্গীত শিক্ষা গুরু ওস্তাদ বদরুল আলম, ওস্তাদ মোমতাজ আলী খান, ওস্তাদ মোহাম্মদ আমানুল্লাহ খান, ওস্তাদ রফিকুল ইসলাম ও ওস্তাদ অবনী মোহনদের কাছে আমি উচ্চাঙ্গসঙ্গীত ও নজরুল সঙ্গীতে তালিম নেই। পরে ওস্তাদ মমতাজ আলী খানের (ছায়ানট) কাছে লোকসংগীতের ওপর তালিম নিয়েছি।

কেটিভি প্রতিদিন: কবিতা থেকে গান তৈরির ভাবনা কখন মাথায় এলো?
শাহীন সরদার: কাব্যময় বাণীর অভাব বোধ এবং ভালোলাগা থেকেই কবিতা হতে গান তৈরির ভাবনা মাথায় আসে। তবে এতে শ্রদ্ধেয় শহীদ আলতাফ মাহমুদ, সলীল চৌধুরী, শেখ লুৎফর রহমান এবং অজিত রায়ের গানে অনুপ্রেরণা পেয়েছি বেশি। তাঁরা প্রত্যেকই কবিতা থেকে একাধিক গান করেছেন।

কেটিভি প্রতিদিন: কবিতার প্রথম সুরারোপ বিষয়ে বলুন
শাহীন সরদার: প্রথম দশটি কবিতা থেকে সুরারোপ করে ‘প্রজন্মের কন্ঠে মুক্তিযুদ্ধের গান’ শিরোনামে ১৯৯৫ সালে একটি ক্যাসেট প্রকাশিত হয়। এর ধারাবর্ণনায় ছিলেন কবি আসাদ চৌধুরী। এছাড়া ২০১০ সনে ৬ ফেব্রুয়ারি আমার সুর ও সঙ্গীত পরিচালনায় এ প্রজন্মের শিল্পী ঐশিকা নদীর কণ্ঠে ‘কবিতার গান’ শীর্ষক অডিও একটি অ্যালবাম প্রকাশিত হয়। ওই অ্যালবামে ১০ জন কবির ১১টি কবিতা থেকে গান রেকর্ড হয়। যা বাংলাদেশে কবিতা থেকে গানের প্রথম অ্যালবাম।

কেটিভি প্রতিদিন: এ পর্যন্ত ক’জন কবির কবিতার সুরারোপ করেছেন?
শাহীন সরদার: বাংলাদেশের বিখ্যাত কবিদের লেখা এক বা একাধিক কবিতা সুর করেছি। এরমধ্যে উল্লেখ্যযোগ্য কবিরা হলেন- জীবনানন্দ দাশ, জসীম উদ্দিন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, হুমায়ুন আজাদ, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, কামাল চৌধুরী, শংকর সাঁওজাল, সুমন সরদার, পাশা মোস্তাফা কামাল এবং হাসান মাহমুদ।

কেটিভি প্রতিদিন: কবিতার গান নিয়ে আপনার স্বপ্ন সম্পর্কে বলুন
শাহীন সরদার: ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে বাংলা ভাষার বিখ্যাত কবিদের আরও অনেক কবিতায় সুরারোপ করে রেখেছি, যা অ্যালবাম আকারে প্রকাশের অপেক্ষায়। আমার আর একটি বড় স্বপ্ন হচ্ছেÑ তরুণ প্রজন্মের মাঝে গানে গানে দেশের ইতিহাস তুলে ধরা।

কেটিভি প্রতিদিন: কবিতা থেকে আপনার সুরারোপিত গানের মধ্যে উল্লেখযোগ্য-
শাহীন সরদার: আমার সুরারোপিত জনপ্রিয় আধুনিক ও দেশাত্মবোধক গানের মধ্যে কবি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ শিল্পী সুবীর নন্দী, কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ শিল্পী সৈয়দ আবদুল হাদী, ‘স্বাধীনতা তুমি’ শিল্পী ঐশিকা নদী, কবি জুলফিয়া ইসলামের ‘ও মন বুঝলি না রে’ রথীন্দ্রনাথ রায়, কবি জসীম উদ্দিনের ‘নিমন্ত্রণ’ শিল্পী সামিনা চৌধুরী, কবি আসাদ চৌধুরীর ‘ফাগুন এলেই পাখি ডাকে’ শিল্পী শাম্মী আখতার, কবি মাহবুবুল আলম চৌধুরীর ‘আমরা ঘুমাবো না’ শিল্পী ঐশিকা নদী, কবি রফিক আজাদের ‘ক্ষুধা‘ শিল্পী ঐশিকা নদী, কবি নির্মলেন্দু গুণের ঐতিহাসিক কবিতা ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’ দুটি ভার্সনে দুটি রেকর্ড শিল্পী আবু বকর সিদ্দিক ও ঐশিকা নদী, কবি নাসির আহমেদের ‘আমার কাকুর প্রিয় কবি’ শিল্পী ঐশিকা নদী, কবি কামাল চৌধুরীর ‘সেই মুখখানি কবিতার বড় ছিল’ ও ‘বাংলার কবি’ শিল্পী ঐশিকা নদী, শংকর সাঁওজাল এর ‘কত ভাষা আছে বিশ্বে’ শিল্পী ঐশিকা নদী, কবি সুমন সরদারের ‘মায়ের ছবি’ শিল্পী ঐশিকা নদী, হাসান মাহমুদের ‘অমর বাঁশি’ শিল্পী ঐশিকা নদী উল্লেখ্যযোগ্য।

কেটিভি প্রতিদিন: কবিতার বাইরে কাদের লেখা গান আপনার সুর ও সঙ্গীত পরিচালনায় রেকর্ড করা হয়েছে?
শাহীন সরদার: উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন, আখতার হুসেন, জাহিদুল হক, নাসির আহমেদ, কাজী খলীকুজ্জমান আহমদ, রফিকুর রশীদ, অরনী ইয়াসমিন, হেলালউদ্দিন আহমেদ খোকা, সুমন সরদার, জুলফিয়া ইসলাম ও ইকবাল আজাদ, মাহফুজুল হক, হুমায়ূন খালিদ, শাহান আরা জাকির ও ফখরুল ইসলামের লেখা গান আমার সুর ও সঙ্গীত পরিচালনায় রেকর্ড করা হয়েছে।

কেটিভি প্রতিদিন: এসব গানের উল্লেখযোগ্য শিল্পী…
শাহীন সরদার: সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, মোহাম্মদ রফিকুল আলম, শাম্মী আখতার, ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, ফেরদৌস আরা, সুমন বর্ধন, রুখসানা মোমতাজ, প্রিয়াঙ্কা গোপ, চম্পা বণিক, ছন্দা চক্রবর্তী, স্বরলিপি, ঐশিকা নদী, মনিরা রওনক বুবলী, সাব্বির, মুহীন, পুলক ও বাবুল রেজা উল্লেখ্যযোগ্য।

কেটিভি প্রতিদিন: ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলুন
শাহীন সরদার: আমার পরিকল্পনা ও গ্রন্থনায় রচিত গীতিমাল্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’র মিউজিক ট্র্যাকসহ একটি অ্যালবাম নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই। এজন্য শিশু একাডেমিসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ উদ্যোগী হলে ভালো হতো।

কেটিভি প্রতিদিন: উল্লেখযোগ্য কাজ এবং প্রাপ্তি সম্পর্কে বলুন
শাহীন সরদার: ২০১৪ সালে বিটিভি’র গোল্ডেন জুবিলি’র থিম সং-এর সুর সংযোজনা ও সংগীত পরিচালনা করেছি। ২০১৯ সালে বাংলাদেশ বেতারে শ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালকের সম্মাননা অর্জন করি। আমার সুরসৃষ্টির জন্য ‘উদীচী সম্মাননা পদক’ [২০১৭], ‘স্বপ্নকুঁড়ি সম্মাননা পদক’ [২০১১], ‘ক্রান্তি সম্মাননা পদক’ [২০০৯] এবং ‘রোদসী সম্মাননা পদক’ [২০০৭]-এ ভূষিত হয়েছি।

কেটিভি প্রতিদিন: কেটিভি প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ
শাহীন সরদার: আপনাকে ও কেটিভি প্রতিদিন পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement