করোনা ভাইরাসের টিকা না দিয়ে আফিসে আসায় তিন কর্মীকে বরখাস্ত করেছে বিশ্বর প্রভাবশালি মার্কিন গণমাধ্যস সিএনএন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যামটির স্টাফদের কাছে পাঠানো এক নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সেই হাতে পেয়ে রয়টার্স বলছে প্রতিষ্ঠানটির প্রধান জেফ জাকার কর্মীদের বলেন, টিকা না দিলে কর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে সিএনএন। তিনি আরও বলেন অফিসে আসতে ও বাইরে গিয়ে অন্য সহকর্মীদের সাথে কাজ করতে হলে অবশ্যই সবাইকে টিকা দিতে হবে।
সেই নোথিতে আরও বলা হয়েছে ‘ বার্তা বিভাগ, খেলাধুলা এবং স্টুডিও কাজের সাথে যুক্ত সবাইকে টিকা নিতে হবে। আমরা মাসের পর মাস এই কথা বলে আসা সত্বেও কর্মীদের থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না।
সিএনএন বলছে, এই পরিস্থিতে অফিসে প্রবেশ করতে হলে টিকা গ্রহণের প্রমাণপত্র দেখানো বাধ্যতামুলক করার চিন্তা করছে তারা। জেফ জাকার ওই নথিততে আরও বলেছেন, আগামী সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে সিএনএনের সকল কর্মীকে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও তা স্থগিত করে অক্টোবরের মাঝামাঝিতে সরিয়ে নেওয়া হয়েছে তা। তিনি বলেন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।