করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়া কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ক্রিকইনফো বলছে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টের দ্যা স্পিরিট দলের কোচের দলের প্রধান কোচের দায়িত্ব পালন করাকালে তিনি আক্রান্ত হয়েছেন। ওয়ার্ন ছাড়াও দলের পরিচালন সমিতির সদস্যও করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর দিয়েছে ক্রিকইনফো।
১ আগস্ট (রোববার) সাদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অসুস্থ বোধ করেন ওয়ার্ন। পরে তার করোনা পরিক্ষা করা হয় এবং সেখানে ফল পজেটিভ আসে। পিসিআর পরীক্ষার ফল এখনও হাতে পাওয়া যায়নি।
এই টুর্নামেন্ট শুরুর ১০ দিনের মধ্যে দ্বিতীয় কোচ হিসেবে করোনায় আক্রান্ত হলেন শেনওয়ার্ন। কয়েকদিন আগেই ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও হয়েছিলেন করোনায় আক্রান্ত।