দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকার পর আজ (বৃহস্পতিবার) মারা যান যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আরিফুলের স্বজনরা জানায়, আরিফুল ইসলাম ডালিম করোনা আক্রান্ত হওয়ার পর ২৩ জুলাই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সড়কপথে আজ (বৃহস্পতিবার) ঢাকায় আনা হচ্ছিলো তাকে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হার্ট অ্যাটাক হয় আরিফুলের।
সেখান থেকেই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় এনাম মেডিকেল কলেজে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেটিভি প্রতিদিন পরিবার।